Homeজাতীয়মন্ত্রণালয়ের সঙ্গে বসবে নারী বিষয়ক সংস্কার কমিশন

মন্ত্রণালয়ের সঙ্গে বসবে নারী বিষয়ক সংস্কার কমিশন

[ad_1]

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নারীবিষয়ক সংস্কার কমিশন। ১৪ ডিসেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাজধানীর দোয়েল চত্বরে শিশু একাডেমির সভাকক্ষে বুধবার দিনব্যাপী কমিশনের দ্বিতীয় সভা হয়। এই সভায় কমিশনের কার্যক্রমের রূপকল্প নিয়ে কিছু সিদ্ধান্ত এসেছে বলে জানান কমিশনের সদস্যরা।

কমিশনের সদস্য হালিদা হানুম আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় নারীদের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কী কী কাজ করছে এবং আরও কী ধরনের কাজ করা উচিত, সেসব জানতে আমরা তাদের সঙ্গে বসব।’

কমিশনে যোগ দেননি সারা হোসেন: গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি হয়। কমিশনের ১০ সদস্যের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তবে তিনি এই সংস্কার কমিশনে যোগ দেননি বলে জানিয়েছেন। কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেন, ‘সারা হোসেন আমাদের শুরুতেই জানিয়েছেন, তিনি থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে অন্য কেউ যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত