Homeজাতীয়মন্ত্রণালয়ে বৈঠকের পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

মন্ত্রণালয়ে বৈঠকের পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

[ad_1]

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে দিয়েছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার সকাল থেকে টানা তিন দিন এই অবরোধ চলে।

জানা যায়, রাতে ঢাকায় প্রশাসন, শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়। এ খবর অবরোধ করে রাখা শ্রমিকদের কাছে পৌঁছালে আন্দোলনরত শ্রমিকরা রাত সাড়ে দশটার দিকে অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

এদিন দুপুরের দিকে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়াসহ সেনাবাহিনী, র‌্যাব, শিল্প ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় শিল্প সচিব বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের দায়িত্ব সরকার নিয়েছে। প্রাথমিক পর্যায়ে আগামী রোববারের মধ্যে সরকারের উদ্যোগে ৬ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। অবশিষ্ট পাওনা টাকা পরিশোধের ব্যাপারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত

নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত