Homeজাতীয়মন ভালো নেই খালেদ মুহিউদ্দীনের

মন ভালো নেই খালেদ মুহিউদ্দীনের

[ad_1]

সময়ের আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে খালেদকে তিন বন্ধুকে নিয়ে একটি গল্প বলতে শুনা যায়।

মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা অবস্থা অবশ্য এখনো হয় নি,উল্লেখ করে খালেদ বলেন, বন্ধুদের এক আড্ডায়, যে গল্পই বলা হোক না কেন এক বন্ধু সবসময় বলতো এর চেয়ে ও খারাপ হতে পারত।একটি গল্প যেটিকে অনেক রস দিয়ে, ভয়ঙ্করভাবে বলা হয়েছে যেটি যেকারো খারাপ লাগছে কিন্তু তার পরেও সে বন্ধু বলবে এর চেয়েও খারাপ হতে পারতো।

সেদিন সে আড্ডায় এক বন্ধু এসে বলল জানিস আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে বন্ধু রাজনের  সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের ছোটে স্ত্রীর সাথে বন্ধুকে গুলি করে শেষে নিজেও আত্নহত্যা করেছে।এখন সেই বন্ধু আবারো বললো এর চেয়েও খারাপ হতে পারত।

বাকি তিন বন্ধুৃ রেগে তখন তাকে বলল, তিনটা লোকই মারা গেল,এর চেয়ে আর কি খারাপ হতে পারত?তখন ওই বন্ধু বলল এর চেয়ে খারাপ হতে পারত এভাবে ঘটনা কী বারের ছিল?

তখন ওই বন্ধু বলল মঙ্গলবারের।ওই  বন্ধু তখন বলল, যদি শনিবার হতো তাহলে’তো আমি মারা যেতাম।তাই এটা বিশ্বাস রাখেন যে সবকিছুই এর চেয়েও খারাপ হতে পারতো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত