Homeজাতীয়মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আসিফ নজরুল

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আসিফ নজরুল

[ad_1]

মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘বিশেষ ব্যবস্থায় আজই (বৃহস্পতিবার) তার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যাবে। তাই সর্বোচ্চ দ্রুততার সঙ্গে এই মামলার বিচার শেষ করা হবে। অতীতে সাত-আট দিনের মধ্যে ধর্ষণের বিচার করার নজির রয়েছে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এরই মধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে। শিশুটির মরদেহ হেলিক্প্টারে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রবিবারের (১৬ মার্চ) মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। তবে এ সময় কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত