Homeজাতীয়মাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার: ফারুকী

মাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা সহ্য করবে না সরকার: ফারুকী

[ad_1]

অন্তর্বর্তী সরকার মাজার, বাউল সংগীত ও কাওয়ালি গানসহ সাংস্কৃতিক আয়োজনের ওপর হামলা সহ্য করবে না। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আজ শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন।

ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করে।

উপদেষ্টা বলেন, ‘মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।’

শিল্প–সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল। আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধু মেলা হবে। এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে হতেই থাকবে।

নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে পাওয়া যাবে—এমন আশাবাদ ব্যক্তি করে উপদেষ্টা বলেন, ‘মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত