Homeজাতীয়মাটির নিচে গোপন মিসাইল শহর ইরানের, চুরমার করে দিবে ইসরাইলকে!

মাটির নিচে গোপন মিসাইল শহর ইরানের, চুরমার করে দিবে ইসরাইলকে!

[ad_1]

ভূপৃষ্ঠের প্রায় আধা কিলোমিটার গভীরে অবস্থিত অত্যাধুনিক এক নৌঘাঁটি উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। রাডারের নজর এড়িয়ে গোপন কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে নির্মিত এ স্থাপনাটি ইরানের সামরিক শক্তির নতুন সংযোজন হিসেবে আলোচিত হচ্ছে।

ঘাঁটিটিতে সারি সারি স্পিডবোট সাজানো হয়েছে, যা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাসম্পন্ন। এসব স্পিডবোট থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। এ ছাড়া, ঘাঁটিটিতে দূরপাল্লার মিসাইল বহনকারী অত্যাধুনিক নৌযানও রয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, এই ভূগর্ভস্থ ঘাঁটিটি জলপথে তাদের সামরিক সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করবে।

ধারণা করা হচ্ছে, পারস্য উপসাগরের কোনো একটি এলাকায় এই গোপন ঘাঁটি নির্মাণ করা হয়েছে। ইরানে এমন আরো বেশ কিছু ভূগর্ভস্থ নৌঘাঁটি রয়েছে বলে জানা গেছে।

এই আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটির মাধ্যমে ইরান তাদের আঞ্চলিক প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি একটি শক্ত বার্তা পৌঁছে দিতে চায় বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্রঃ https://youtu.be/7Ts0X3iEUvI?si=tVMJ5rKrQ9Q48K8w



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত