Homeজাতীয়মাধবপুর ও চুনারুঘাটে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্ত

মাধবপুর ও চুনারুঘাটে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্ত

[ad_1]

হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাটে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মৃত ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাট উপজেলার পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া (২৬)।  

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশের বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে যান। তিনি গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় ডালে লেগে থাকা বিদ্যুৎ লাইন স্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে বাড়ির পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুক্তার মিয়া। এ ঘটনায় গাছের ওপরেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহটি নামিয়ে আনে। মাধবপুর ও চুনারুঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।  

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম ও মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত