Homeজাতীয়মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার নয়: আইজিপি

[ad_1]

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন জায়গায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘মামলায় নাম থাকলেই পাইকারি হারে গ্রেফতার করা যাবে না।’

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন আইজিপি। 

তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে; ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেফতার করা যাবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত