Homeজাতীয়মিডিয়া বাছাই করে কে কতটা স্লিম,কে কতটা ফর্সা, কার লিপস্টিক কতটা টেন্ডি

মিডিয়া বাছাই করে কে কতটা স্লিম,কে কতটা ফর্সা, কার লিপস্টিক কতটা টেন্ডি

[ad_1]

সম্প্রতি যমুনা টেলিভিশনের আলোচিত টকশো “নারীকে আটকাতে হবেই?”-তে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম ।

 

অনুষ্ঠানে উপস্থাপিকা নুসরাত তাবাসসুমকে  প্রশ্ন করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন আপনি। কিন্তু এখন আপনাকে কেন সামনে দেখা যাচ্ছে না? এমন প্রেশ্নের জবাবে নুসরাত তাবাসসুম বলেন, তিনি আটকাননি। তিনি জায়গা বদল করতে বাধ্য হয়েছেন।বরবরই ক্যামারার পেছনেই কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন বলে তিনি জানান । রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিবর্তন করতেও প্রস্তুত বলে জানান তিনি।

আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও  বর্তমানে ঝড়ে পড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তাবাসসুম বলেন,অনলাইন মব বা সফট মবের কথা।  আন্দোলনে ভূমিকা থাকলেও মিডিয়ায় কেন নারীদের কম দেখা যায় এমন প্রশ্নর জবাবে তিনি বলেন,ক্যামারা বাছাই করে কে কতটা স্লিম কে কতটা ফর্সা, কার লিপস্টিক কতটা টেন্ডি।বাংলাদেশের মতো এতো রেসিস্ট সেক্সিস্ট মিডিয়া বিশ্বে কয়টা এক্সিট করে তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত