Homeজাতীয়মিয়ানমারে এখনো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

মিয়ানমারে এখনো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী


Ajker Patrika

মিয়ানমারে এখনো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২৩: ৫৩

Photo

মিয়ানমারের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি হাসপাতালে ভূমিকম্পে আহত এক রোগীকে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল। ছবি: সংগৃহীত

গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের রাজধানী নেপিডোতে পাঠানো হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রেরিত এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে চলেছে।

আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজও পরিচালনা করা হয়। ওই অভিযানে গুরুত্বপূর্ণ নথিসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল আজ নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল ও ১ হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়। এ ছাড়াও বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল নেপিডোর পিনমানা শহরে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১৪৩ জন রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করে। ওই মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের সমাগম ঘটে, যেখানে বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ ১৬২ জন রোগীর চিকিৎসাসহ চারটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। ভূমিকম্পে আহত ৬১৯ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ মানবিক তৎপরতা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামীকালও অব্যাহত থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত