Homeজাতীয়মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

[ad_1]

অসহনীয় মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের নতুন করে ৭৮ লাখ মানুষ দরিদ্র হয়েছে। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) ওয়ার্কশপ উইথ জার্নালিস্টস শীর্ষক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে।

র‍্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক গবেষণাটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন অন্তবতী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাপিডের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এম আবু ইউসুফ ও গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ দ্বীন ইসলাম।

র‍্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, আওয়ামী লীগ সরকারের পলিসি, দুনীতি ও অনিয়মের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। অতিমাত্রা মূল্যস্ফীতি বেড়েছে অতিরিক্ত টাকা সরবরাহের কারণে।

গবেষণায় বলা হয়, ৭৮ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। একই সঙ্গে ৯৮ লাখ ৩০ হাজার মানুষ অতিমাত্রায় দরিদ্রের ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়াও ৩৮ লাখ মানুষ দরিদ্র থেকে হতদরিদ্র নেমে এসেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত