Homeজাতীয়মৃত্যুর ৬ বছর পর আসছে আইয়ুব বাচ্চুর ’ইনবক্স’

মৃত্যুর ৬ বছর পর আসছে আইয়ুব বাচ্চুর ’ইনবক্স’

[ad_1]

২০১৮ সালের ১৮ অক্টোবর। এদিন ঘুম ভাঙতেই এক দুঃসংবাদ কানে আসে দেশবাসীর। আইয়ুব বাচ্চু আর নেই! সত্যি? যেন কেউ বিশ্বাসই করছেন না। রাস্তায় বের হতেই মানুষের মুখে মুখে একই খবর। তাহলে কি সত্যিই রুপালি গিটার ফেলে দূরে, বহুদূরেই চলে গেলেন গিটারের জাদুকর!

মেনে নিতেই কষ্ট হচ্ছিল, আইয়ুব বাচ্চু আর গান গাইবেন না! থমকে গেল এলআরবি ব্যান্ডের পথচলা। সংগীতে আইয়ুব বাচ্চুকে ছাড়া ছয়টি বছরও কেটে গেছে। তবে ভক্তদের জন্য রয়েছে এক সুখবর!

 

মৃত্যুর ছয় বছর পর মুক্তি পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান ‘ইনবক্স’। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে ১ ডিসেম্বর গানটির অডিও-ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।

জানা গেছে, মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করলেও সেটি প্রকাশের সময় আর পাননি এই গিটার লিজেন্ড। ২০১৮ সালের ১৮ অক্টোবর পাড়ি জমান না ফেরার দেশে। জমে থাকা সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তারই শুরুটা হচ্ছে ‘ইনবক্স’ প্রকাশের মাধ্যমে।

গানটির ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক। যা মুক্তি পাবে আইয়ুব বাচ্চু নামের ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে।

 

এ প্রসঙ্গে এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমে বলেন,‘বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষ্যে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পনসরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হবে আইয়ুব বাচ্চুর নতুন গান ‘ইনবক্স’।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত