Homeজাতীয়‘ম্যাজিক’ দেখালেন মিমি

‘ম্যাজিক’ দেখালেন মিমি

[ad_1]

অসম্ভবকে সম্ভব করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে আবাসনের বাগানে জামরুল, ফ্ল্যাটের বেলকনিতে চোদ্দ শাক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ দিলো কমলা লেবু। গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে  আনন্দে আটখানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুকুরপাড়ের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনোটা পাকা, আবার কোনোটায় পাক ধরেনি।

আকারে ছোট হলেও এই মৌসুমে কলকাতার মতো আবহাওয়ায় কমলালেবু ফলানো মুখের কথা নয়। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই রোপণ করেছেন বলে জানালেন তিনি। যদিও তাতে এখনও ফল ধরেনি। তবে অভিনেত্রী বেশ আশাবাদী সেই গাছ নিয়েও।

মিমি বরাবরই পরিবেশপ্রেমী শুট বা ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষ্য, ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম। 

কখনও কোভিডকালে আবাসনে তারই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনও বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত