ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং সংলাপে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর দক্ষ মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশ সব সময় এই দুই প্রতিবেশীর পাশে থাকবে এবং মতপার্থক্য কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।’