[ad_1]
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের হোতা মো. সজিব হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল পাঁচটায় র্যাব-২-এর একটি দল মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সংস্থাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিক্রির সময় মো. সজিব হোসেনকে (২৬) আটক করে। এ সময় তার কাছ থেকে বাংলাদেশী ১০০০, ৫০০, ২০০, ৫০, ২০, ১০ ও ৫ টাকা মূল্যমানের মোট ৬৬ হাজার ২৩৫ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক সজীবের দেওয়া তথ্যে তার ভাড়া বাসা থেকে ৩৫০টি সাদা নেগেটিভ ফ্লিম ট্রেসিং পাতা, ৩টি কাঁচি, সোনালী রংয়ের লিকুইড, ১টি প্রিন্টার, ১টি এন্টি কাটার ও ২টি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সজীব জাল টাকা তৈরির একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তিনি পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফ্টওয়্যার ও বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি এবং পরবর্তী এসব জাল নোট ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
/এবি/এএকে/
[ad_2]
Source link