Homeজাতীয়রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর


জুলাই-আগস্ট হত্যার তদন্ত প্রতিবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের পরিপ্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না। সেটা করতে গেলে সঠিকভাবে বিচার করা সম্ভব হবে না। এখানে তদন্ত ও আইনের অনেক জটিল বিষয় আছে। চাপ দিলে এটা কখনো করা যাবে না। সুতরাং, আমাদের ওপর আস্থা রাখুন। সঠিক বিচারটা যাতে হয়।’

জুলাই-আগস্টে সারা দেশে চালানো গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আজ সোমবার (১২ মে) এসব কথা বলেন তাজুল ইসলাম। এর আগে প্রসিকিউশনের কাছে ওই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

বিচারের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাড়াহুড়ো করতে গিয়ে মামলাটি যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটি ন্যায়বিচার হবে না। এ জন্য যতটুকু সময় প্রয়োজন হয় ততটুকু সময় এই ট্রাইব্যুনালকে, প্রসিকিউশনকে, তদন্ত সংস্থাকে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চাইব, বিচারে কোনো রকম অনিয়ম না হউক, মানবাধিকার লঙ্ঘন না হোক, বিচারে কোনো ত্রুটি-বিচ্যুতি না হোক এবং কোনো প্রশ্ন না উঠুক।’

দলগতভাবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা মনে করলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে।

এর আগে দুপুরে জুলাই-আগস্টে সারা দেশে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। বাকি দুজন হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত