Homeজাতীয়রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়: হাসান আরিফ

রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়: হাসান আরিফ

[ad_1]

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। সরকার সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। এ মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপদ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, ছাত্র নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ‘রাষ্ট্র সংস্কার রাতারাতি সম্ভব না। চাইলাম, আর বাজার থেকে কিনে নিয়ে আসলাম, বিষয়টি এমন নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার সেই পক্রিয়া অনুযায়ী কাজ করছে।’ উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশী। সবাই চায় দ্রুত রাষ্ট্রের সংস্কার হোক। সেলক্ষ্যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতিও হয়েছে। দ্রুতই সাধারণ মানুষের কাছে সেগুলো দৃশ্যমান হবে।’

মতবিনিময় শুরুর আগে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় একমিনিট নিরাবতা পালন করা হয়। এর আগে সকালে বেনাপোলের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বল এসময় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ, শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ, শার্শা উপজেলার নির্বাহী অফসার (ইউএনও) কাজী নাজিব হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত