Homeজাতীয়লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত

[ad_1]

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে লাখাই উপজেলার বাজারে মাছ কিনতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ান স্বজন গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়া এবং একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়া। এসময় দুপক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

২ ঘণ্টা ব্যাপী সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ‘তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যারা এ দাঙ্গার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত