Homeজাতীয়লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চাই না : নাসির উদ্দিন পাটোয়ারী

লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চাই না : নাসির উদ্দিন পাটোয়ারী


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “ছাত্ররা যেন স্বাধীনভাবে এবং সচেতনভাবে রাজনীতি করে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই না ছাত্ররা লেজুড়বৃত্তিক রাজনীতি করুক কিংবা কোনো দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হোক।”

এক বিবৃতিতে তিনি বলেন, “১৯৪৭ ও ১৯৭১ সালের যে চেতনা ও আকাঙ্ক্ষা ছিল, তারই ধারাবাহিকতা ২০২৪ সালে নতুন করে দৃশ্যমান হয়েছে। এই স্পিরিট যারা ধারণ করে, তারা যদি আমাদের সঙ্গে রাজনীতি করতে চায়, তাহলে তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”

নাসির উদ্দিন পাটোয়ারী আরও জানান, রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় নাগরিক পার্টি গুরুত্ব দিয়ে নারী, শ্রমিক ও যুব সংগঠনের সঙ্গে কাজ করতে চায়। তিনি বলেন, “আমাদের প্রাধান্য তালিকায় রয়েছে নারী সংগঠন, শ্রমিক সংগঠন ও যুব সংগঠন। এই তিনটি খাতেই আমরা শক্তিশালী ভিত্তি গড়তে চাই।”

তিনি ঘোষণা দেন, জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন হিসেবে ‘জাতীয় যুবশক্তি’ ও ‘জাতীয় শ্রমশক্তি’ সরাসরি কাজ করবে।

সূত্র : https://www.facebook.com/share/p/16JEAzbvMw/





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত