অন্যের উপর বোঝা না হয়ে নিজে ইনকাম করে বাঁচতে চান শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম নিজের চেষ্টা ও চাহিদায় ছোট্ট একটি সেলুন তৈরি করেছেন তিনি।
সেই সেলুন থেকে দিনে চার থেকে পাঁচশো টাকা ইনকাম সংসার চালান নিজেও চলেন সচ্ছল ভাবে। রবিউল ইসলাম জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহিরুম গ্রামের সাইদুল ইসলাম এর ছেলে।
এমন প্রতিবন্ধীরা যেখানে ভিক্ষাবৃত্তি করে সেখানে রবিউল ইসলাম নিজে ইনকাম করে বাঁচার জন্য তবে অর্থের অভাবে ইটের দোকান করতে পারেনি তাই রাস্তার ধারে টিনের একটি স্টলে বসে সেলুনের কাজ করেন। রবিউল ইসলাম জানান, অন্যের থেকে হাত পেতে সাহায্য না নিয়ে নিজের একটা সেলুন এ চুল দাড়ি কামিয়ে চার থেকে ৫০০ টাকা ইনকাম করি সেটা দিয়ে সংসার চালাই এবং ছোট্ট ভাইকেও লেখাপড়া করাইছি নিজেও সচ্ছল ভাবে চলতে পারি।
স্থানীয় কয়েকজন জানান, রবিউল ইসলাম দীর্ঘদিন থেকে চুল দাড়ি কাটার ব্যবসা করতো আগে গ্রামে কাটতো তেমন টাকা পেত না এখন রাস্তার ধারে টিনের একটি দোকান দিয়েছে যাদের প্রয়োজন তাঁরা এসে কাজ করায়। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মস্তসার মোড়ে টিনের একটি দোকানে কাজ করছেন রবিউল ইসলাম তার দাবি টিনের দোকান ঘর কোনোভাবে পাকাকরণ হলে এখানেই বাকি জীবন কাজ করতে পারবেন তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিবন্ধী রবিউল ইসলাম কারোও কাছে সাহায্য না নিয়ে প্ররিশ্রম করেই নিজের সংসার এবং ছোট ভাইকেও লেখাপড়া করাচ্ছেন এটি আমাদের সমাজের জন্য এটি একটি চমৎকার উদাহরণ আমরা এই ব্যাক্তিকে দেখে শিখতে পারি যে কিভাবে নিজের যোগ্যতা ও উদ্যমকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে তবে উনার কিছু সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসন থেকে উনাকে যতটুকু সম্ভব সাহায্য করে তার পথচলা কে আরো সহজ করবার জন্য।