Homeজাতীয়শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

[ad_1]

জেলার শিবগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এসময় আহত হয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। 

শুক্রবার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। আহত ইউপি সদস্য সবুজ আলী সুজন ৫ নম্বর ওয়ার্ড সদস্য।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার ভাই আরফাজুল বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। 

শুক্রবার রাতে ধোবপুকুর বাজারে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে আরফাজুলের ছেলে আনাস বিশ্বাস ধারালো ছুরি দিয়ে চাচা নজরুল ইসলামকে পেটে একাধিকবার আঘাত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া। তিনি জানান, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।   



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত