Homeজাতীয়শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

[ad_1]

হেফাজতের আন্দোলনের সময় ২০১৩ সালের ৫ মে পুলিশের গুলিতে নিহত বুয়েট ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা এই অভিযোগ দায়ের করেন।

ওই সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের তৎকালীন আইজি, র‍্যাবের ওই সময়ের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়।

রেহানের মা ইফফাত আরা মেধাবী ছেলের নিহতের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমার ছেলে খুবই মেধাবী ও আদর্শবান ছিল। সন্তানের শোকে পরের বছল তার বাবা মারা যায়। এরপর থেকে প্রতিটি দিনই যেন আমাদের ৫ মে। আশাই ছেড়ে দিয়েছিলাম। ১১ বছর পর ছাত্র–জনতার আন্দোলনে বাক স্বাধীনতা পেয়েছি। আজ মামলা করার সাহস পেয়েছি। আশা করবো সবাই আমাকে সহযোগিতা করবেন, যাতে সঠিক বিচার পাই। আমার মতো মা যাতে আর সন্তান না হারায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত