Homeজাতীয়সমালোচকদের জবাব দিলেন রোনালদো

সমালোচকদের জবাব দিলেন রোনালদো

[ad_1]

প্রায় দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন হয়ে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো পরাশক্তিদের হয়ে খেলেছেন তিনি। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের ইতি ঘটিয়ে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন খেলছেন এশিয়ার দেশ সৌদি আরবের লিগে।

 

ইউরোপের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যখন মধ্যপ্রাচ্যে পাড়ি জমান, অনেকেই তখন তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন।

কিন্তু রোনালদোকে যে এত সহজে বাতিল করে দেওয়া যায় না, ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক পেরিয়ে সামনে এগিয়ে যেতে যেতে সেটাই যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছেন পর্তুগিজ এই তারকা।

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ৭৪ গোল করা এই তারকা ফুটবলার মুখেও জবাব দিলেন সমালোচকদের। কাতার বিশ্বকাপের পরপরই রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে নাম লেখান, তাঁর সমালোচকেরা একটা কথাই বারবার বলেছেন,ক্যারিয়ারের শেষবেলায় এসে শুধু অর্থের জন্যই মধ্যপ্রাচ্যে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবলে নাম লিখিয়েছেন তিনি।

৩৯ বছর বয়সেও রোনালদো দুর্দান্ত খেলে যাচ্ছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত তিনি করেছেন ৯১০ গোল। তাঁর জীবন নিয়ে নেটফ্লিক্সের বানানো তথ্যচিত্রের প্রচারণামূলক এক ভিডিওতে নিজের ফুরিয়ে না যাওয়ার বিষয়টি উল্লেখ করে সমালোচকদের জবাব দিয়েছেন রোনালদো।

সৌদি আরবে নিজের ফুটবল জীবন নিয়ে রোনালদো বলেছেন, ‘আমি এখানে জিততে এসেছি। এসেছি লিগটাকে আরও ভালো করতে। আমি এখানে নিজের ছাপ রেখে যেতে চাই।’

রোনালদো সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘তারা বলে, আমি শেষ, আমি এখানে শুধু অর্থের জন্য এসেছি, আমি এখনো খেলাটির প্রতি ভালোবাসা অনুভব করি। তারা এটা বিশ্বাস করে না, কিন্তু আমি এখানে জিততে এসেছি।’

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত