Homeজাতীয়সরকারে যারা আছেন তারা কয়দিন জেল খেটেছেন?

সরকারে যারা আছেন তারা কয়দিন জেল খেটেছেন?

[ad_1]

শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন,  বিপ্লবী জাতীয় সরকার গঠনের আহবান করার কথা বলা হয়েছে এবং যুক্তি যেটা হাজির করা হয়েছে। সেটা হচ্ছে যে, তিন তরফে এই সরকার ইতিমধ্যে সময় উত্তীর্ণ একটা জায়গা এসে দাঁড়িয়েছে। বয়সের ভারে নুইয়ে পড়া ব্যক্তিবর্গ। গত ১৬ বছরে হাসিনা সরকারের আমলে যারা একটা শব্দ উচ্চারণ করেনি। তার সুন্দর মোচ/গোঁফে তা দিয়ে বসে আছে।  

তিনি বলেন, গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত কোন সরকার ছিল না এবং ঐসময়ে সরকার গঠন করা খুব জরুরী ছিল। যাদের সামনে আনা হয়েছে। পুরো জাতি তাদেরকে সরকার মেনে নিয়েছে। আমরা যদি বলি উত্তর পাড়া তার বিপরীতে দক্ষিন পাড়া আমাদের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় দুই পক্ষ মাঝখানে ড. ইউনূস এই তিনপক্ষ এই তিন তরফের এক ধরনের কম্বিনেশন।

পরে আরোও কয়েকজন যুক্ত হয়েছেন। কিন্তু কেউই বাদ পড়েননি। আমরা অনেকেই জানি যে, ইয়াজউদ্দীন সরকারের আমলে কয়েকজন বাদ পড়েছেন। অর্থ্যাৎ ৪ জন পদত্যাগ করেছেলেন। 

চাষী মামুনের বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবের বিষয়টা নিয়ে যেন কোন কম্প্রোমাইজ না হয়। আবার এই পরিস্থিতিতে নতুন একটা দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

হ্যারিকেন টমাস বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, যে মাইনাস টু ফর্মুলা ব্যক্তি ছিল। এখন প্রতিষ্ঠান বা সংগঠন ঘিরে মাইনাস থ্রি করার একটা পরিকল্পনার চাল হচ্ছে। আওয়ামী লীগ একটা টার্গেট, পরবর্তীতে জাতীয় পার্টি। একটা কথা আছে দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই।

গত ৫আগস্ট থেকে ৮ আগস্ট যে কান্ডগুলো হয়েছে। এক ধরনের আপনি ইনডেমনিটি দিয়ে দিলেন।  কিন্তু এটি কি শেষ পর্যন্ত মেন্টেন করা যায়। আজ থেকে ৫০ বছর পর হয়ত এগুলো নিয়ে নাড়াচাড় হবে। তখন হয়ত এই পৃথিবীতে থাকবেনও না।

তিনি আরোও বলেন, শান্তির জন্য ড. ইউনূস সাহেব নোবেল পুরস্কার পেয়েছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে তার একটা সুনাম আছে। তিনি নেলসন ম্যান্ডেলা যেমন ছাড়িয়ে যাওয়ার একটা অপশন তার মধ্যে ছিল। কিন্তু সেই আস্থার জায়গাটা মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। 

নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেছেন। এক্ষেত্রে তিনি হয়তো আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়েছেন। বেইজ্জত হয়েছেন।  প্রায় কারাবাস হয় হয় অবস্থা। মানসিক প্রেসারের মধ্যে ছিলেন। জরিমানা ইত্যাদি। কিন্তু দীর্ঘ ২৭ বছর কারাবাস তাদের করতে হয়নি। কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন। বড় বড় চেয়ারে বসে আছেন। তারা কয়দিন জেল খেটেছেন।  

এখনকার অধিকাংশ লোক কন্সালটেন্সি করতেন ফুলটাইম এবং সবাই কিন্তু আরাম আয়েশে জীবন যাপন করেছেন। এই ধরনের ব্যক্তির মুখে যখন শুনতে হয় যে, ডিমের দাম কেন বাড়ল? এই প্রশ্ন করা হলো তখন তিনি বললেন আমি কি? আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করবো? এটা যদি পাকিস্তান হানাদার বাহিনীর লোকজন এমনকি টিক্কা খান মুখে মানায়। উপদেষ্টাদের মুখে মানায় না। 

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, দেশের নির্বাচিত নিয়ে সরকার গঠিত হয়েছে। সেক্ষেত্রে এই সরকারও যদি ব্যর্থ হয়। তাহলে আমাদের আশ্চার্য হওয়ার কিছু নেই। দেশ থেমে থাকবে না। এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। এই সরকারের সীমাবদ্ধতা আছে। এটা আমাদের মনে রাখতে হবে। 

তিনি আরোও বলেন, আপনি যাই বলেন না কেন? দেশ রাজনীতির কারনে সৃস্টি হয়েছে। যারা ১/১১ থেকে শুরু করে আজ পর্যন্ত  একটা শ্রেণীভূক্ত মানুষ নিজেদের মনে করেন যে দেশের জন্য তারাই উত্তম শ্রেণী। যাদের মধ্যে রাজনীতির যে হ্যাট্টেট চলচে তাদেরকে আরেকটু দায়িত্বশীল হয়ে চিন্ত করা উচিত বলে তিনি মনে করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত