Homeজাতীয়সরকার প‌রিবর্তনের সুফল নেই শেয়ারবাজা‌রে !

সরকার প‌রিবর্তনের সুফল নেই শেয়ারবাজা‌রে !

[ad_1]

সরকার প‌রিবর্তনের সুফল নেই শেয়ারবাজা‌রে । সংস্কার প্রক্রিয়া এগি‌য়ে চলল‌ওে  টানা দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সময়ে উভয় পুঁজিবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে। এতে ডিএসই ও সিএসইতে বাজার মূলধন কমেছে ২৩ হাজার ২৬ কোটি ৮৫ লাখ টাকা। এরমধ্যে ডিএসই’র বাজার মূলধন কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানান, অব্যাহত দরপতনের মধ্যে পড়ে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম অস্বাভাবিক হারে কমে গেছে। মূলত সরকার পতনের চার মাস পার হয়ে গেলেও রাজনৈতিক অস্থিরতা থামেনি। এ পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী আস্থাহীনতায় আছেন। ফলে বাজারে লেনদেনের গতি কমেছে এবং বেশির ভাগ দিন দরপতন হচ্ছে। 

বাজার পর্যালোচনায় দেখা গে‌ছে, এক সপ্তাহে লেনদেন কমেছে ৬১০ কোটি ৮২ লাখ টাকা।

চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩২২ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাভেলো আইসক্রিম, সায়হাম কটন, এনআরবি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৭৬.১০ পয়েন্ট বা ১.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৪ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৬ লাখ টাকা। সিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার ও ইউনিট দর। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৩৯৬ কোটি ২৬ লাখ  টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ২১৪ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮১৮ কোটি ২৩ লাখ টাকা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত