Homeজাতীয়সাংবাদিক পরিচয়ে গোপনে তাসনুভা তিশার আপত্তিকর ভিডিও ধারণ

সাংবাদিক পরিচয়ে গোপনে তাসনুভা তিশার আপত্তিকর ভিডিও ধারণ

[ad_1]

কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এবার অভিযোগ করেছেন অভিনেত্রী তাসনুভা তিশা।

 

 

 

বুধবার (২০ নভেম্বর)  রাতে ফেসবুক লাইভে এসে তিশা এমনটাই জানালেন।

তিশা দাবি করেন, এক যুবক শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে লুকিয়ে তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করেছেন ।অভিযোগের আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিশা।

লাইভে এসে তিশা বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি ‍যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তার চার-পাঁচ দিন আগেই নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল।

বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে সেই যুবক ও ছিলেন।আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিশা বলেন, ‘আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে  ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।’’

তিশা জানান, ওই যুবকের পেজে আরও অভিনেত্রীদের ভিডিও আছে। তিনি বলেন, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। 

অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুভা তিশা আরও বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত