Homeজাতীয়সাবেক ইসি স ম জাকারিয়া মারা গেছেন

সাবেক ইসি স ম জাকারিয়া মারা গেছেন

[ad_1]

logo

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১১: ৪৪

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও নির্বাচন কমিশনার স ম জাকারিয়া। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ও নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, আজ বাদ জোহর নিকুঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স ম জাকারিয়া ২০০২ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ইসি সচিব ও ২০০৬ সালের ১৬ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

স ম জাকারিয়ার মৃত্যুতে এক শোক বার্তায় ইসি ও ইসি সচিবালয়ের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত