Homeজাতীয়স্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ধরা খেলেন ড্রাগ মাফিয়া স্বামী!

স্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ধরা খেলেন ড্রাগ মাফিয়া স্বামী!

[ad_1]

লন্ডনে ছুটি কাটাতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফেঁসে গেলেন আন্তর্জাতিক মাদক পাচারচক্রের অন্যতম মাথা লুইস গ্রিজ়ালবা। স্ত্রী এস্তেফানিয়া ম্যাকডোনাল্ড রদ্রিগেজের সঙ্গে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পরই গ্রিজ়ালবাকে গ্রেফতার করে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)। ৪৩ বছর বয়সি গ্রিজ়ালবার বিরুদ্ধে বহুদিন ধরেই কোস্টারিকা থেকে কোকেন এনে আমেরিকায় পাচারের অভিযোগ ছিল, এবং ডিইএ তার গতিবিধি নজরে রেখেছিল।ডিইএ-র গোয়েন্দারা বিশেষভাবে নজর রাখছিলেন গ্রিজ়ালবার স্ত্রীর সমাজমাধ্যমের উপর। লুইসের স্ত্রী অজান্তেই তাঁর পোস্টের মাধ্যমে দম্পতির অবস্থান ফাঁস করে দেন। নতুন বছরে ছুটি কাটাতে ইউরোপে গিয়ে প্যারিসের আইফেল টাওয়ার ও ট্রেভি ফাউন্টেনের সামনে তোলা ছবি, সমুদ্রের ধারে বিলাসবহুল হোটেলে থাকা, এবং শেষে লন্ডন ব্রিজের কাছে তোলা একটি ছবির মাধ্যমে গোয়েন্দারা নিশ্চিত হন তাঁদের অবস্থান।২৯ ডিসেম্বর রাতে ইংল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সহযোগিতায় লন্ডনে গ্রিজ়ালবাকে গ্রেফতার করা হয়। এরপরই তাঁর আমেরিকা প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত লন্ডনের জেলে সময় কাটাচ্ছেন তিনি। যদিও গ্রিজ়ালবা প্রত্যর্পণের বিরুদ্ধে আদালতে আবেদন করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। নতুন বছরের ছুটি কাটানো অসমাপ্ত রেখেই শেষ হয়েছে এই দম্পতির বিলাসবহুল ভ্রমণ।

সূত্র: NDTV



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত