Homeজাতীয়স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

[ad_1]

খুলনা নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহিন শেখকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টায় মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। শাহীন নগরীর মিস্ত্রিপাড়া খালপার রোডের আলি শেখের পুত্র।

স্থানীয়রা ও পুলিশ জানায় শাহীন শেখ রাত সোয়া দশটার দিকে কাজ সেরে মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে পৌঁছালে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল যোগে মাক্স পরা ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী আচমকা দুইটি গুলি করেন। একটি গুলি শাহিনের পিছন থেকে ঢুকে বুকের সামনে এসে বেধে যায়। স্থানীয়রা আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জরুরী ভাবে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে আত্মীয়-স্বজন তাকে অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন মনির বলেন, একটি গুলি শাহীন শেখের বুকে আটকে আছে। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে করা জড়িত তাদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত