[ad_1]
বাউফল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নুপুর বেগম(৩৫) নামে এক নারী রোগীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবদল নেতা। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটেছে। নুপুর বেগমের স্বামীর নাম ফারুক সিকদার।
ওই নরী অভিযোগ করেন, একই দিন বেলা পৌনে ১১টার দিকে তিনি কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় রনজিৎ দাস (৬০) নামের এক ব্যক্তির ঘরে তালা লাগিয়ে বাসায় যাওয়ার সময় রিপন তালুকদার নামের এক ব্যক্তির নেতৃত্ব ৪-৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় রিপন তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর তারা রনজিৎ দাসের বসতঘরের জানালা ও দরজা কুপিয়ে ক্ষত করে।
ওই নারী আরও জানান, এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে মধু দাস ও তার ছোট ভাই রনজিৎ দাস গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভর গ্রুপের লোকজন আহত হয়। স্বজনরা তাদের বাউফল হাসপাতালে নিয়ে যাওয়ায় রনজিৎ দাসের বসতঘরটি খোলা ছিল।
একস্বজন তাকে ফোন করে বসতঘরের দরজায় তালা লাগানোর জন্য অনুরোধ করলে তিনি ওই বসতঘরে তালালাগিয়ে যাওয়ার পথে রিপন তালুকদার তাকে কুপিয়ে জখম করে। রিপন তালুকদার যুবদল কর্মী বলে জানা গেছে।
এঘটনার খবর পেয়ে আহত নুপুর বেগমের স্বজনরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১ টার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
এ খবর পেয়ে কালাইয়া ইউনিয়ন বিএনপির যুবদলের নেতা স্বপনের নেতৃত্বে কয়েক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনতলা থেকে ওই নারীকে অপহরনের উদ্দেশ্যে টেনে হেচরে দোতালায় নামায়। এসময় লোকজন বাধা দিলে তারা চলে যায়। হামলাকারীরা মধু দাসের পক্ষের লোক। মধু দাস বিএনপির সমর্থক বলে জানা গেছে।
এবিষয়ে যুবদল নেতা স্বপন ও রিপন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, বিষয়টি আমি জানিনা। সকালে ডিউটি ডাক্তার ছিলেন তানজিলা। আমি তার সাথে কথা বলে আপনাক জানাচ্ছি। দীর্ঘ সময় অপেক্ষার পর ডাঃ প্রশান্ত কুমার সাহা ফোন না দেয়ায় পুনরায় তাকে ফোন দেয়া হলে তিনি বলেন ডাঃ তানজিলাকে ফোনে পাওয়া যাচ্ছেনা।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, তিনি বিষয়টি অবহিত হয়েছে। ভিকটিমের স্বজনদের অভিযোগ দোয়ার জন্য বলা হয়েছে।
[ad_2]
Source link