Homeজাতীয়হাসিনা যে কাজগুলো করেছে সেগুলো সংবিধানের কোথায় আছে?: নাজমুল হক প্রধান

হাসিনা যে কাজগুলো করেছে সেগুলো সংবিধানের কোথায় আছে?: নাজমুল হক প্রধান

[ad_1]

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, হাসিনা যে কাজগুলো করেছে সেগুলো সংবিধানের কোথায় আছে?

বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে তিনি বলেন, পৃথিবীতে যতগুলো রেভ্যুলেশন হয়েছে, তার ভিতর ফ্রান্স রেভ্যুলেশন অনন্য। এটি সব জায়গায় চর্চিত হয়। এখন সম্ভবত ওদের পঞ্চম রিপাবলিক চলতেছে। আমি যেটা বলতে চাচ্ছি এখানে অভ্যুত্থানের চরিত্রটা কী, কেন এই সরকার আসলো। এখানে একটা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান হয়েছে। তাই সবার কাছে সেকেন্ড রিপাবলিক ধারণাটা প্রত্যাশিত না। 

আমি বর্তমান সংবিধানকে বিশ্বাস করি৷ এই সংবিধানে একটা মানুষ কখন স্বৈরাচার হয়, এইটা একটা রোগ, অসুখ। শেখ হাসিনা যা করছি এটা কোথাও সংবিধানে নেই, দিনের ভোট রাতে করেছে৷ পুলিশ পরিচালনা থেকে শুরু করে প্রশাসন চালানো সব করেছে হাসিনা।

এগুলো তো সংবিধানে লেখা নেই, পৃথিবীতে প্রায় ৭১ টা দেশে এমন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলতেছে। এইটা ভালো যে আমরা ১৫ বছরে উচ্ছেদ করতে পারছি। তারা তো ভেবেছিলো, ৪১ সাল পর্যন্ত থাকবে। আওয়ামী লীগ যে কাজ করে গেছে, তার সাজা তাদের পেতেই হবে। এতে কোন মাফ নাই, তাকে৷ কেউ কন্সিডার করবে না।

 

সূত্রঃ https://youtu.be/n3Y7im1hubM?si=Nt5jUD31T57V_0hJ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত