Homeজাতীয়হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্তে বৈঠকে বসছে ইসরায়েল

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্তে বৈঠকে বসছে ইসরায়েল


হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিতে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। 

টাইস অব ইসরায়েলের খবর অনুযায়ী, আগামীকাল বিকেল সাড়ে ৫টায় তেল আবিবে আইডিএফের সদর দপ্তরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকটি অন্তত রাত ৯টা পর্যন্ত চলবে।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ‘নীতিগত’ অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। রোববার (২৪ নভেম্বর) রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরামর্শের সময় তিনি এই অনুমোদন দেন।

তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের এখনো কিছু আপত্তি আছে। সোমবার এসব আপত্তির বিষয় লেবানন সরকারের কাছে পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছে।

ইসরায়েলের আপত্তি এবং অন্যান্য বিষয় এখনো আলোচনাধীন রয়েছে। তাই একাধিক সূত্র জোর দিয়েই বলেছে, সব বিষয় সমাধান না হওয়া পর্যন্ত চুক্তি চূড়ান্ত হবে না।

দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছেন যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চুক্তির বিষয়টি আরও সামনে আসতে থাকে। দু’পক্ষের মধ্যে অবশেষে একটি চুক্তি হতে চলেছে, এমন সম্ভাবনা আরও জোরালো হতে থাকে।

লেবাননের সংসদের ডেপুটি স্পিকার এলিয়াস বউ সা’ব জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে আর কোনো বড় বাধা নেই।

তিনি বলেন, যুদ্ধবিরতির তত্ত্বাবধান কে করবে তা নিয়ে একটি মতবিরোধ গত ২৪ ঘণ্টায় সমাধান করা হয়েছে। এর জন্য যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে এবং ফ্রান্সসহ পাঁচটি দেশের একটি কমিটি গঠনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে।

আরেকজন লেবানিজ কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র লেবাননের কর্মকর্তাদের বলেছে যে যুদ্ধবিরতির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত