Homeজাতীয়হেলমেট পড়ে ঘুমাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

হেলমেট পড়ে ঘুমাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

[ad_1]

ঢাকা কলেজের আবাসিক হলের ছাদ থেকে ঢালাই খসে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা। এতে বিপদ এড়াতে হেলমেট মাথায় দিয়ে ঘুমাচ্ছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে কলেজটির শহীদ মো. ফরহাদ হোসেন হলের ২০৮ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, ফরহাদ হলের পূর্ব পাশের জানালার কার্নিশের আনুমানিক ৩ থেকে ৪ কেজি ওজনের বড় তিন টুকরা আদলা বিছানার ওপর খসে পড়ে। একটু দূরে থাকায় বড় দূর্ঘটনা থেকে বেঁচে যান পরিসংখ্যান বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী সাজিদ। এরপর বড় বিপদ এড়াতে রাত সাড়ে ১১ টার দিকে হেলমেট পরে ঘুমান ইমলাক নামের এক শিক্ষার্থী।


হেলমেট পরিহিত শিক্ষার্থী ইমলাক হোসেন বলেন, আজকে আমাদের রুমের ছাদ থেকে বড় আদলা খসে পড়েছে। এখনো কিছু পড়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আমি হেলমেট পরে ঘুমাচ্ছি। এই রাতে যদিও এই রুমে ঘুমানো উচিত না; তারপরও অন্য কোথায় জায়গা না পেয়ে বাধ্য হয়ে ঘুমাতে হচ্ছে।আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের হল সংস্কার করা হোক। শিক্ষার্থীরা যেন নিরাপদে হলগুলোতে থাকতে পারে।


আরেক শিক্ষার্থী সাজিদ বলেন, আমি টেবিলে পড়তে ছিলাম। হঠাৎ করে উপর থেকে ৩-৪ কেজি ওজনের ছাঁদ ভেঙে  খাটে পড়ে। যদি রাত ১টার দিকে এটা ঘটতো তাহলে হয়তো এতোক্ষণ আমার মেডিকেলে থাকা লাগত। এ রকম অনেক সমস্যা আমাদের ফরহাদ হোসেন হলে প্রতিনিয়ত হচ্ছে। আরো বড় সমস্যা যে হবে না এর কোন নিশ্চয়তা নেই। আমরা আশা করি খুব তাড়াতাড়ি হল সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।

এবিষয়ে ফরহাদ হোসেন ছাত্রাবাসের প্রভোস্ট মুজাহিদুল ইসলাম বলেন, হল সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। বললাম আর হয়ে গেল এমন না। সংস্কার কাজ শুরু করতে ৪ মাসের মতো সময় লাগবে। তবে তাৎক্ষণিক সমাধানের জন্য এ বিষয়ে প্রিন্সিপাল এর সাথে কথা বলবো।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত