Homeজাতীয়২০০ টাকায় ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার

২০০ টাকায় ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার

[ad_1]

দৈনিক মাত্র ২০০ টাকার বিনিময়েই ভারতের উপকূলের গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছিলেন যুবক! এ অভিযোগে গুজরাটের উপকূল থেকে অভিযুক্ত যুবক দীপেশ গোহিলকে গ্রেপ্তার করা হয়েছে। 

পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল বলে জানতে পেরেছে গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।

তদন্তকারী কর্মকর্তারা জানান, গুজরাটের দ্বারকায় একটি সংস্থায় শ্রমিকের কাজ করতেন দীপেশ গোহিল। কিছুদিন আগে ফেসবুকে অসীমা নামের এক নারীর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। পাকিস্তানের নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। তার কাছেই ভারতের উপকূলরক্ষী বাহিনীর গোপন তথ্য ফাঁস করতেন দীপেশ।

এটিএস জানিয়েছে, ওখা বন্দরে অবাধ যাতায়াত ছিল অভিযুক্তের। সেখানে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলির কাছেও যেতে পারতেন তিনি। সহজেই সেগুলির ছবি এবং ভিডিয়ো তুলে তিনি ওই নারীকে পাঠিয়ে দিতেন হোয়াট্‌সঅ্যাপে। দিনে ২০০ টাকা করে পেতেন এর বিনিময়ে। ছবি, ভিডিও ছাড়া অন্য কোনো তথ্য জানতে চাইলেও তিনি বলে দিতেন। ভারতে থেকে একপ্রকার পাকিস্তানের গুপ্তচর হিসাবেই দিনের পর দিন তিনি কাজ করে যাচ্ছিলেন। 

তদন্তকারীদের দাবি, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কখন কোথায় যাচ্ছে, সেই তথ্য পাকিস্তানে পাচার করতেন অভিযুক্ত। জাহাজগুলির গতিবিধির ভিডিয়ো রেকর্ড করতেন।

এদিকে, দীপেশের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত তার টাকা। তার কাছ থেকে নগদ টাকা নিয়ে নিতেন তিনি। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত