Homeজাতীয়২২৭ জনকে হত্যার হুমকি, শেখ হাসিনার কাছে ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল

২২৭ জনকে হত্যার হুমকি, শেখ হাসিনার কাছে ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল


Ajker Patrika

২২৭ জনকে হত্যার হুমকি, শেখ হাসিনার কাছে ব্যাখ্যা চাইল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২১: ৪২

Photo

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মামলার বাদীদের হত্যা ও ঘরবাড়ি ভাঙচুরের হুমকি এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে আদালত অবমাননার আবেদন করলে আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাঁদেরকে ১৫ মের মধ্যে হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তোমরাও তাদের তালিকা করো। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি।’

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার এই অডিও সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে কথোপকথনটি শেখ হাসিনা ও মো. শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করেছিলাম। আদালত শুনানি করে আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন। ১৫ মের মধ্যে তাঁদেরকে হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। ১৫ মে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।’

এদিকে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ডা. দীপু মনির স্বামীর অপারেশনের জন্য এক দিনের প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবী। প্রসিকিউশন শুনানিতে বলেছে, এ ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তাই সেখানে আবেদন করতে বলেছে আবেদনকারীকে।

আটজনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে চলা গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া অন্য মামলায় গ্রেপ্তার পুলিশ সদস্য আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে আশুলিয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত