Homeজাতীয়৪২২ উপজেলার প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে

৪২২ উপজেলার প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে

[ad_1]

খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রে চাল বিক্রি করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন ও জনপ্রতি পাঁচ কেজি চাল বিক্রি করবে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে স্থাপিত হবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত