রাজধানীর পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ লাখ টাকা খোয়ালেন কসমেটিকস ব্যবসায়ী মো. ফাহাদ আহমেদ (২৮)। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রভাতী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালে নিয়ে আসা বিপ্লব মিয়া জানান, চকবাজার থেকে পাইকারি মালামাল কিনতে তারা দুজন সকালে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে ঢাকায় আসেন। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রভাতী পরিবহনের আরেকটি বাসে ওঠেন গুলিস্তান যাওয়ার জন্য। পাশাপাশি সিট না পেয়ে ফাহাদ পেছনে, আমি সামনের দিকের আসনে বসি।
তিনি বলেন, পল্টন মোড়ে নেমে ফাহাদকে ডাকতে গিয়ে দেখি, সে সিটে নিস্তেজ পড়ে আছে। তখনই বুঝতে পারি, অজ্ঞান পার্টি টার্গেট করে ফাহাদকে কিছু খাইয়ে অচেতন করেছে এবং সঙ্গে থাকা ২ লাখ টাকা নিয়ে গেছে। পরে অন্যদের সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ফাহাদকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফেরার পর বিস্তারিত জানার চেষ্টা করা হবে। ইতোমধ্যে পল্টন থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট বাস‑স্ট্যান্ড ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।