Homeদেশের গণমাধ্যমেঅটোরিকশা বন্ধ করার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

অটোরিকশা বন্ধ করার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

[ad_1]


জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৩ নভেম্বর ২০২৪  

অটোরিকশা বন্ধ করার প্রতিবাদে জাবিতে মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বন্ধ রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে করে ভোগান্তিতে পড়ছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।

এদিকে ভোগান্তি নিরসনে শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিশেষায়িত রিকশা চালুসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, হল ও একাডেমিক এলাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য করা; আবাসিক হলের নিচতলায় চলাচলের পথে লোহার বেষ্টনী রাখা; রাস্তার দুইপাশে চলাচল ও হুইলচেয়ারের জন্য যথেষ্ট জায়গা রাখা; বিশ্ববিদ্যালয়ের বাসে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখা ও বাসে টকিং এবং ট্র‍্যাকিং সিস্টেম রাখা।

এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত রিকশা চালু করা; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবন্ধীতা বিষয়ে সচেতন করা এবং বিভাগের ছাত্র-সংসদে অন্তত একজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ত্ব রাখা; সমাধান না হওয়া পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলাচলের অনুমতি প্রদান করার দাবি জানান তারা। 

এ সময় সরকার ও রাজনীতি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর বলেন, “আমরা ক্যাম্পাসে প্রায় ৪০-৪৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছি। অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন আরও শিক্ষার্থী রয়েছেন। আমাদের কথা চিন্তা না করে হঠাৎ করেই অটোরিকশা বন্ধের ঘোষণায় আমরা বিপাকে পড়েছি। আমরা চাই, উপাচার্য স্যার অতিদ্রুতই এর সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

ঢাকা/আহসান/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত