[ad_1]
সে সময় হিপস বলেছিলেন, ‘তার সঙ্গে আমার আলাপ হয়েছে। কিন্তু বেতন আমাদের বাজেটের সঙ্গে যাচ্ছে না।’ তবে সেবার না হলেও এবার হয়তো ইন্টার মায়ামি ঠিকই দলে টেনে নিতে চায় ডি ব্রুইনাকে। সেটি হলে মায়ামিতে মেসি-ডি ব্রুইনা জুটির নতুন এক গল্পও শুরু হবে।
এদিকে গত ৪ এপ্রিল মৌসুম শেষে সিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ডি ব্রুইনা। সামাজিক যোগাযোগমাধ্যম তিনি লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার, এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কী কথা বলতে চাই। তাই আমি আর কোনো ঘোরপ্যাঁচ না করে সরাসরি জানিয়ে দিচ্ছি, ম্যানচেস্টার সিটিতে এই কয়েকটা মাসই আমার শেষ।’
[ad_2]
Source link