Homeদেশের গণমাধ্যমেঅধিনায়কত্ব হারিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত

অধিনায়কত্ব হারিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত

[ad_1]

ভারতের টেস্ট ক্রিকেটের অধ্যায়ে এক যুগের অবসান ঘটলো। টেস্ট অধিনায়কত্ব হারানোর খবর ভাইরাল হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ওপেনার হঠাৎ করেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন—লাল বলের ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।

রোহিতের বিদায়ের পেছনে কারণ স্পষ্ট। টানা বাজে ফর্ম, অধিনায়ক হিসেবে হতাশাজনক ফলাফল এবং নির্বাচকদের অনাস্থা—সব মিলে ঘূর্ণাবর্তে পড়েছিলেন তিনি। শেষ ৬টি টেস্টের মধ্যে ভারতের হার ৫টিতে, যার নেতৃত্বে ছিলেন রোহিত। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার চূড়ান্তে নিজেই বাদ দেন নিজেকে সিডনি টেস্ট থেকে!

আর এই ব্যর্থতার জেরেই নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেয়, ইংল্যান্ড সফরে রোহিতকে আর টেস্ট অধিনায়ক হিসেবে রাখছে না। যদিও দলে ব্যাটসম্যান হিসেবে থাকতে পারতেন তিনি। রোহিত নিজে আগ্রহ দেখালেও নতুন চক্রের শুরু চায় নির্বাচকরা।

রোহিতের টেস্ট ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত:

৬৭ টেস্টে ৪৩০১ রান

১২টি সেঞ্চুরি, ১৮টি ফিফটি

গড় ৪০.৫৭

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন

অন্তর্বর্তী নেতৃত্বে থাকা জাসপ্রীত বুমরাহ সামনে এগিয়ে থাকলেও তার ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন আছে। বাকি বিকল্প হিসেবে আছেন শুভমান গিল, কেএল রাহুল ও ঋষভ পন্থ। এর মধ্যে শুধু রাহুলেরই রয়েছে একমাত্র টেস্ট নেতৃত্বের অভিজ্ঞতা।

যে রোহিত একসময় টেস্টে নিজের জায়গাই পাকাপোক্ত করতে পারেননি, তিনিই শেষদিকে হয়ে উঠেছিলেন অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু সময়ের চাপে, ফর্মের তাপে ও নেতৃত্বের বোঝায় অবশেষে বিদায়ের ঘোষণা দিলেন ‘হিটম্যান’।

রোহিত কি সত্যিই শেষবারের মতো টেস্টে ব্যাট ধরলেন? না কি আবার ফিরবেন অন্য ভূমিকায়—এই প্রশ্ন থেকেই যাবে ভারতীয় ক্রিকেট মহলে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত