Homeদেশের গণমাধ্যমেঅধিনায়কের লাল কার্ডের পর ম্যানইউর হার

অধিনায়কের লাল কার্ডের পর ম্যানইউর হার

[ad_1]

ব্রুনো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন । আনঅধিনায়কের সাজার পর ম্যানইউও দেখলো শোচনীয় হার। উলভারহ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হারলো তারা।

বিরতির দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফের্নান্দেস। ৫৮ মিনিটে ম্যাথিউস কুনহা কর্নার থেকে সরাসরি গোল করেন।

আট মিনিটের ইনজুরি টাইমে স্নায়ু ধরে রেখে ১০ জনের ম্যানইউর বিপক্ষে লড়ে যায়। কুনহার পাস থেকে হুয়াং হি চ্যান শেষ কিকে গোল করেন।

উলভসের নতুন কোচ ভিতর পেরেরা প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পেলেন। আর রুবেন আমোরিমের দল পাঁচ লিগ ম্যাচে চতুর্থ হার দেখলো।

১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম উলভস। ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ম্যানইউ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত