Homeদেশের গণমাধ্যমেঅধ্যাপক আব্দুর রাজ্জাক মানুষের মধ্যে জানার আগ্রহ তৈরি করতেন

অধ্যাপক আব্দুর রাজ্জাক মানুষের মধ্যে জানার আগ্রহ তৈরি করতেন

[ad_1]

একবার রাজশাহীর সাহেববাজারে অধ্যাপক রাজ্জাকের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার ঘটনা প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলেন, ‘অধ্যাপক রাজ্জাক বেশ কিছু মাছ কিনেছিলেন। কিন্তু দাম দিতে গিয়ে কেন যেন বিলম্ব করছিলেন। আমি তাঁকে বললাম, স্যার, মাছের দামটা দিতে হয়। তিনি মলিন হেসে বললেন, “পকেটমার আমার পকেট ফাঁকা করে দিয়েছে।’”

এভাবে অনেক টুকরা টুকরা ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে একটা সময় বদরুদ্দীন উমরের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে। কথা থামিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন।

প্রাবন্ধিক ও লেখক মফিদুল হক ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছাত্র। বক্তৃতায় তিনি বলেন, অধ্যাপক আব্দুর রাজ্জাকের বড় বৈশিষ্ট্য ছিল তাঁর চিন্তার মৌলিকতা ও গভীরতা। ইতিহাসকে তিনি সেই মৌলিক চিন্তার আলোয় বিশ্লেষণ করতে পারতেন। তিনি লিখিত আকারে ‘বাংলাদেশ: স্টেট অব দ্য নেশন’ শীর্ষক যে অধ্যাপক মুজাফফর আহমদ স্মারক–বক্তৃতা দিয়েছিলেন, সেটি এত গভীর তাৎপর্যমণ্ডিত যে তা বাংলাদের বর্তমান পরিস্থিতির পর্যালোচনাতেও খুবই প্রাসঙ্গিক।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত