[ad_1]
শস্যভান্ডার হিসেবে খ্যাত হাওরাঞ্চলগুলো এ দেশের জন্য আশীর্বাদস্বরূপ। সুনামগঞ্জসহ কয়েকটি জেলার হাওরগুলোতে বছরের কয়েক মাস মাত্র চাষাবাস করার সুযোগ থাকে। যথাসময়ে বাঁধ না হলে সেই ফসলও আকস্মিক বৃষ্টিতে তলিয়ে যায়। দুঃখজনক হচ্ছে প্রতিবছর সময়মতো ফসল রক্ষা বাঁধ হয় না। এবারের এমন অভিযোগ উঠেছে। বিষয়টি দুঃখজনক।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য নির্ধারিত সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি। কাজ শেষ না হওয়ায় পরবর্তী সময়ে আরও ১০ দিন বাড়ানো হয়। বর্তমানে জেলাটির হাওরগুলোতে বাঁধ নির্মাণের সব প্রকল্পের কাজ শেষ বলে ঘোষণা দিয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এসব কাজকে অসম্পূর্ণ উল্লেখ করে এতে অসংগতি, অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলেছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর নেতারা। গত বুধবার সুনামগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনে প্রশাসন ও পাউবোর ওই ঘোষণা প্রত্যাখ্যান করেন কৃষকদের পক্ষে সোচ্চার হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
[ad_2]
Source link