Homeদেশের গণমাধ্যমেঅনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

[ad_1]

কয়দিন আগেই শেষ হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ভারতের বিপক্ষে ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েরা রানার্স আপ হয়েছে। এশিয়া কাপ শেষ হওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের ব্যস্ততাও কমছে না। সামনেই তারা খেলবে বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে দুটি পরিবর্তন এনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সুযোগ পাওয়া নতুন দু’জন হলেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।

এশিয়া কাপর মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করছে মালয়েশিয়া।  এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অরভিন তানি ও মেহেরুন নেসা। অবশ্য স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন তারা। এশিয়া কাপের মতো বিশ্ব আসরেও দলকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। তার নেতৃত্বে এশিয়া কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ।
 
১৬ দেশের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। বিশ্বকাপের আগে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এজন্য আগামী বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে দেশ ছাড়বে দল।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল:

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

স্ট্যান্ডবাই: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত