দুতার্তের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি পুলিশপ্রধানদের সন্দেহভাজন ব্যক্তিদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, ‘ডেথ স্কোয়াড’ গঠিত হয়েছিল ‘গ্যাংস্টারদের’ দিয়ে, পুলিশ সদস্যদের নিয়ে নয়।
দুতার্তে আরও বলেন, ‘আপনি যদি চান, তবে আমি এখন স্বীকারোক্তি দিতে পারি। আমার সাতজনের একটি ডেথ স্কোয়াড ছিল। কিন্তু তারা পুলিশ নয়, গ্যাংস্টার ছিল।’
নিজের পক্ষে সাফাইও দেন দুতার্তে। দাবি করেন, তিনি প্রেসিডেন্টের পদ ছাড়ার পর অনেক অপরাধী তাঁদের অবৈধ কার্যকলাপ আবার শুরু করেছেন।