[ad_1]
আমি জানি, আমাদের উপজেলার দরিদ্র মানুষ চিকিৎসাসুবিধা–বঞ্চিত। সেই বিষয় মাথায় রেখে মাসে অন্তত একদিন হলেও এলাকায় গিয়ে বাজারের ফার্মেসি ও বাড়ির উঠানে বসে মানুষজনকে চিকিৎসাসেবা দিই। উপজেলা সদরে আমার চেম্বার রয়েছে। সেখানে অসচ্ছল রোগীদের বিনা পয়সায় সেবা দিই।
এখন আমার ইচ্ছা মেডিসিন–বিশেষজ্ঞ হব। সেই প্রস্তুতিই নিচ্ছি।
জীবনে অভাব কোনো বাধা নয়, সদিচ্ছা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম করতে পারলে অনেক সময় অজেয়কেও জয় করা সম্ভব। অভাবের সংসারে কিশোর বয়সে হৃদয়ের কোণে স্বপ্ন বুনেছিলাম ডাক্তার হব, সেই স্বপ্নটাকে সত্য করে তুলতে সহায়তা করেছে প্রথম আলো।
অনুলিখন: সালেহ আহমদ
[ad_2]
Source link