Homeদেশের গণমাধ্যমে‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’

‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’

[ad_1]


বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২১ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ০৯:০৪, ২১ ডিসেম্বর ২০২৪

‘অভিনয় করতে করতেই মরে যেতে চাই’

নকশী কাঁথার জমিন সিনেমার দৃশ্যে রওনক হাসান ও জয়া আহসান


মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। সিনেমাটি চলতি মাসের ২৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ১৬ ডিসেম্বর নকশী কাঁথার জমিনের টিজার রিলিজ দেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। 

২১ ডিসেম্বর ভোরে রওনক হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘‘গিটার বাজাতে বাজাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অর্থহীন এর গিটারিস্ট পিকলু ভাই। আমিও এমন মৃত্যই কামনা করি! অভিনয় করতে করতেই আমি চলে যাবো ওপারে!’’

এই অভিনেতা পোস্টে উল্লেখ করেছেন, করোনাকালে নকশি কাঁথার জমিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। রওনক আরও লিখেছেন, ‘‘আপনাদের আমন্ত্রণ কী এমন চলচ্চিত্র যে করোনার ঝুঁকি নিয়েও আমরা সকলে পিছপা হইনি!’’

উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। এর চিত্রনাট্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে। নকশী কাঁথার জমিন—এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার অর্জন করেছে।তা ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি।

নকশী কাঁথার জমিন সিনেমাতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। অন্যুদিকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান।

ঢাকা/লিপি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত