Homeদেশের গণমাধ্যমেঅভিনয় ছাড়ছেন ‘টুয়েলভথ ফেইল’ বিক্রান্ত ম্যাসি!

অভিনয় ছাড়ছেন ‘টুয়েলভথ ফেইল’ বিক্রান্ত ম্যাসি!

[ad_1]

তার ঝুলিতে আছে ‘টুয়েলভথ ফেল’-এর মতো দুর্দান্ত সিনেমা। তাই নয়, ‘সেক্টর থার্টি সিক্স’, ‘সবরমতি  এক্সপ্রেস’ দিয়েও কম মুগ্ধতা ছড়াননি বলিউডের ম্যাসি! অথচ তিনিই কিনা মাত্র ৩৭ বছর বয়সে দিলেন অভিনয় থেকে অবসরের ঘোষণা। 
      
ইনস্টাতে এক পোস্টের মাধ্যমে বিস্ময়কর ঘোষণা দিয়েছেন বলিউডের এই গুরুত্বপূর্ণ অভিনেতা। এই খবরে অভিনেতার লাখ লাখ ভক্তের মন দুমড়ে মুচড়ে গিয়েছে।

অভিনয় ছাড়ার ঘোষণায় এই অভিনেতা লেখেন, ‘গত কয়েক বছর ছিল সত্যিই অসাধারণ। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাকে সমর্থন দেওয়ার জন্য। যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি, আমার ঘরে ফেরার সময় হয়ে এসেছে। সেটা একজন বাবা হিসেবে যেমন তেমন একজন স্বামী কিংবা অভিনেতা হিসেবেও।’  

তিনি আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমার ভক্তদের সাথে শেষবারের মতো দেখা হবে।’ বিক্রান্ত ম্যাসি বর্তমানে বিক্রান্ত ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখো কি গুস্তাখিয়া’ নামে দুটি সিনেমার শুটিং করছেন। তিনি মূলত এই ছবি দুটির কথা ইঙ্গিত করেই বলেছেন যে, ২০২৫ সালে তিনি শেষবারের মতো পর্দায় আসবেন।   

বিক্রান্তের এই পোস্টের পর মন্তব্যের ঘরে তার ভক্তরা জানিয়েছেন, এটি তারা বিশ্বাস করতে পারছেন না।  ঘোষণাটিকে ‘অবিশ্বাস্য’ বলেও অভিহিত করেছেন অনেকে। 

একজন  লিখেছেন, ‘আমি আশা করি এটি সত্যি নয়।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘কেন আপনি বলিউডের পরবর্তী ইমরান খান হতে চান। আমরা ইতিমধ্যে একজন সেরা অভিনেতাকে হারিয়েছি, কারণ তিনি পরিবার বেছে নিয়েছেন।’ অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘এই কাজটি করবেন না।’ 

টেলিপর্দা থেকে বড় পর্দায় এসেছিলেন বিক্রান্ত। দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়েছেন নিজেকে প্রমাণের জন্য। অর্জন করেছেন খ্যাতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বিক্রান্ত ম্যাসি বিক্রান্ত তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে টিভি শো ‘ধুম মাচাও ধুম’ দিয়ে। এরপর ২০১৩ সালে ‘লুটেরা’ ছবি দিয়ে অভিষেক হয় সিনেমায়। তবে ২০১৭ সালে ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন প্রথম। এরপর গত কয়েক বছরে বিক্রান্ত মুগ্ধ করেন ‘ছাপাক’, ‘রামপ্রসাদ কি তেহরভি’, ‘হাসিন দিলরুবা’, ‘গ্যাসলাইট’-এর মতো হিট সিনেমা। এমনকি তিনি ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘মির্জাপুর’-এর মতো হিট ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

তবে ‘টুয়েলভথ ফেইল’ সফলতা দিয়ে বিক্রান্ত ম্যাসি যেন অমরত্ব নিশ্চিত করেছেন বলিউড ইতিহাসে।

সূত্র: এনডিটিভি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত