[ad_1]
সড়ক দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন পঙ্গু হাসপাতালে ও একজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজিচালককেও হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তির ভাতিজা মো. মাসুম বলেন, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রামপুর। তাঁর চাচা আদম আলী পেশায় কাপড় ব্যাবসায়ী ছিলেন।
মো. মাসুম বলেন বলেন, তাঁর চাচাতো ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে ভালো চিকিৎসক দেখাতে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকার মিরপুরে এক আত্মীয়ের বাসায় উঠেছিলেন তাঁরা।
[ad_2]
Source link