Homeদেশের গণমাধ্যমেআইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক

আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক

[ad_1]

প্রকাশিত: ১৮:৪৩, ১৩ জুন ২০২৫  

আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক


অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হাউংবোর সঙ্গে বৈঠক করেন।

শ্রম উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।

এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্প খাতে নিরাপদ ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয়।

উপদেষ্টা আরো বলেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন “কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত